Skip to main content
গজদন্ত- দেবশ্রী মজুমদার
গজদন্ত
---- দেবশ্রী মজুমদার
হাতির দাঁত বাইরে দেখায়
সেই তো সবাই আসলে চায়--
গজদন্ত মুক্তো লুকায়
মুখের বাহির রয় না রয়।
একই সংখ্যা লঘু হয়
ওপার কিম্বা এপারে।
সেটাই যদি হক আনে
কত তফাৎ রঙের টানে!
আসলে
জানতে হয়
জানতে হয়
ক্যামনে ডিমে তা দেয়!
পদ্মা আর ভাগিরথী
কে আপন কে সাথী
গভীরতায় বেড়ে ফারাক
সংখ্যা বাড়ে সংখ্যা কমে
লড়াই চলে মানুষ যমে
রঙের আগুন যতই পোড়াক!
তোমার জল যতই লোনা
চিবুক পানে বইতে মানা!
Popular posts from this blog
Comments
Post a Comment